about us
Exotic Agromart একটি অনলাইন প্ল্যান্ট ও গার্ডেনিং অ্যাক্সেসরিজ শপ। আমরা বিশ্বাস করি—গাছ শুধু ঘর নয়, মনকেও সুন্দর করে তোলে। তাই আমরা নিয়ে এসেছি নানা রকমের এক্সোটিক ও দেশি গাছ, সাথে গার্ডেনিংয়ের জন্য প্রয়োজনীয় এক্সেসরিজ।
আমাদের লক্ষ্য হলো আপনার ঘর, অফিস কিংবা যেকোনো স্পেসকে আরও সবুজ, সতেজ ও প্রাণবন্ত করে তোলা। গাছপ্রেমীরা যাতে সহজে মানসম্মত গাছ ও রো আইটেম পান, সেই স্বপ্ন থেকেই আমাদের যাত্রা শুরু।
✨ কেন Exotic Agromart বেছে নেবেন?
স্বাস্থ্যকর ও যত্নসহকারে প্রস্তুত গাছ
মানসম্মত অ্যাক্সেসরিজ ও রো আইটেম
সহজ অর্ডার ও দ্রুত ডেলিভারি
সাশ্রয়ী দাম ও বন্ধুসুলভ সার্ভিস
আমরা চাই প্রতিটি মানুষের জীবনে সবুজের ছোঁয়া পৌঁছে দিতে। 🪴